Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ জানুয়ারি ২০২৫

৪৩ তম বিসিএস (কৃষি) ক্যাডারে নব যোগদানকৃত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2025-01-15

তারিখ: ১৫ জানুয়ারি ২০২৫ খ্রি.
আজ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ৪৩ তম বিসিএস (কৃষি) ক্যাডারে নব যোগদানকৃত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মুহাম্মদ মাহবুবুর  রশিদ,উপ পরিচালক, প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপস্থাপনের মাধ্যমে কৃষি সম্প্রসারণের বিভিন্ন উইংয়ের কর্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে নবনিযুক্ত ১৭০ জন কর্মকর্তা যোগদান করেন। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বিশেষ অতিথি মোঃ ছাইফুল আলম,  মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এবং ড. বেগম সামিয়া সুলতানা, মহাপরিচালক, এস আর ডি আই। আরো বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে নবনিযুক্ত কর্মকর্তাদের থেকে একজন বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নবনিযুক্ত কর্মকর্তাদের নিষ্ঠার সাথে, সততার সাথে দায়িত্ব পালন করার করে কৃষিতে আরো উৎপাদন বৃদ্ধি করার জন্য আহবান জানান।
এসময়ে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ এমদাদ উল্লাহ মিয়ান।